1. admin@songbadmoulvibazar.com : admin :
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১০:১৭ অপরাহ্ন

মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট : অংশ নিচ্ছে ১৬টি দল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩

মৌলভীবাজারে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে “মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট”। আগামী রোববার ১২ ফেব্রুয়ারি থেকে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গড়াবে আসরটি। মেয়র কাপ টি-টোয়েন্টি এ আসরের আয়োজনে রয়েছে মৌলভীবাজার পৌরসভা। তাই টুর্নামেন্টকে সামনে রেখে এখন মাঠ গোছাতে ব্যস্ত সময় কাটাচ্ছে আয়োজক কমিটি।মৌলভীবাজার মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিভিন্ন জেলা ও উপজেলার ১৬টি দল।

দলগুলো হলো – বয়েজ ক্লাব মিঠুপুর, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ বিয়ানীবাজার, এ বি সি স্পোর্টস একাডেমি হাজীপুর, সিলেট সুরমা ক্রিকেট একাডেমি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাডেমি, মৌলভীবাজার স্টার্স, অরবিট ঢাকা, সোনালী কিডস ঢাকা, ক্রিকেট একাডেমি ব্রাক্ষণবাড়িয়া, স্টাইলিস্ট স্টার মৌলভীবাজার, গ্রীন সিলেট ক্রিকেট একাডেমি, শ্রীমঙ্গল ক্রিকেট একাদশ, হবিগঞ্জ ওয়ারিয়র্স, উদীয়মান ক্রিকেট একাডেমি চট্টগ্রাম, ফেন্টম সুনামগঞ্জ ও এরাইভেলস্ স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার।

নির্ধারিত দিন সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পর্দা উন্মোচন করবেন।

টুর্নামেন্টের প্রস্তুতি সম্পর্কে মৌলভীবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলার সালেহ আহমেদ পাপ্পু বলেন, “জেলায় এত বড় টুর্নামেন্টের আয়োজন এর আগে হয়নি। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এই আসরে বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা খেলতে আসবেন। আশা করছি, মানুষ আনন্দ পাবে এবং সব ম্যাচেই বিপুল দর্শক মাঠে থাকবে।”

পৌর মেয়র মো ফজলুর রহমান জানান, “যুব সমাজকে মাঠে ফেরাতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। করোনায় জেলার ক্রিকেটে স্থবিরতা বিরাজ করছিল। আশা করি এবার স্থবিরতা কেটে গিয়ে জেলার ক্রিকেটাঙ্গন আবারও চাঙ্গা হয়ে উঠবে।”

মৌলভীবাজার মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ম্যাচ সূচি :

১২ ফেব্রুয়ারি : বয়েজ ক্লাব মিঠুপুর বনাম ক্রিকেট একাডেমি ব্রাক্ষণবাড়িয়া
১৩ ফেব্রুয়ারি : বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ বিয়ানীবাজার বনাম গ্রীন সিলেট ক্রিকেট একাডেমি
১৪ ফেব্রুয়ারি : এ বি সি স্পোর্টস একাডেমি হাজীপুর বনাম স্টাইলিস্ট স্টার মৌলভীবাজার
১৬ ফেব্রুয়ারি : সিলেট সুরমা ক্রিকেট একাডেমি বনাম শ্রীমঙ্গল ক্রিকেট একাদশ
১৭ ফেব্রুয়ারি : কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাডেমি বনাম হবিগঞ্জ ওয়ারিয়র্র্স
১৮ ফেব্রুয়ারি : মৌলভীবাজার স্টার্স বনাম উদীয়মান ক্রিকেট একাডেমি চট্রগ্রাম
২০ ফেব্রুয়ারি : অরবিট ঢাকা বনাম ফেন্টম সুনামগঞ্জ
২১ ফেব্রুয়ারি : সোনালী কিডস ঢাকা বনাম এরাইভেলস্ স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার।
২২,২৩,২৫ ও ২৬ ফেব্রুয়ারি : কোয়ার্টার ফাইনাল।
২৮ ফেব্রুয়ারি থেকে ১মার্চ : সেমিফাইনাল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!