মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত এই মাহফিলে অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মাহমুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার তিন আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ।
অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ময়নুল ইসলাম রবিন এর সঞ্চালনায়ে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো:ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক লেখক ও গবেষক- ড. আবু তাহের, বিশিষ্ট সমাজ সেবক ও প্রবাসী কমিনিউটি নেতা মুহাম্মদ মকিস মনসুর, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি এডভোকেট নুরুল ইসলাম সেফুল, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসিসোয়েশন (ইমজা)এর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাইয়ুম তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নেছার আহমদ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন ,সাংবাদিকতা একটি মহান পেশা, কেউ যেন এই পেশাকে ব্যাক্তি স্বার্থে ব্যাবহার না করতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ এবং দেশের জনগণের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, উন্নয়নের যে ধারা বহমান রয়েছে সেই ধারাকে অব্যাহত রাখতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম, আপনারা দেশের উন্নয়ন কর্মকাণ্ড গুলো আপনাদের লেখনীর মাধ্যমে জনসাধারণের কাছে তুলে ধরুন তাতে দেশের উন্নয়নে আমাদের কাজ করতে আরো সুবিধা হবে।
বিশেষ অতিথিবৃন্দ উনাদের বক্তব্যে বলেন ,বর্তমান ডিজিটালাইজেশন যুগে অনলাইন মিডিয়াকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই কারণ সবার আগে মানুষ দেশ এবং বিদেশের খবরা-খবর মূহুর্তের মধ্যে জানতে পারে, অনলাইন মাধ্যম আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক গতিশীল ও শক্তিশালী, শুভকামনা রইল মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব তাদের সাবলীল সংবাদ পরিবেশনের মাধ্যমে আরো সমৃদ্ধি অর্জন করুক।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক তজম্মুল হোসেন চৌধুরী, মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মশিউর রহমান, জেলা জাতীয় যুব সংহতি জেলা আহবায়ক বেলায়েত আলী খান জুয়েল,সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ মছু, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক এ কে অলক, সংবাদ মৌলভীবাজার এর সম্পাদক এ.এস.কাঁকন,বাংলা টিভির জেলা প্রতিনিধি ও সংবাদ মৌলভীবাজার এর নির্বাহী সম্পাদক আলী হোসেন , এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, দৈনিক বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি মারুফ আহমদ, এন আর মিডিয়ার সম্পাদক নাসরিন প্রিয়া, চায়ের দেশ২৪.কম এর উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আলতাফুর রহমান আলতাফ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্তিত ছিলেন, সহ সভাপতি ও দৈনিক বাণী জেলা প্রতিনিধি সৈয়দ মোয়াজ্জেম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি মামুনুর রশিদ তরফদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম রিয়াদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল হাসান জুসেফ, অর্থ সম্পাদক জুবায়ের আহমেদ, সহ অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আহমেদ পায়েল, কার্যনির্বাহী সদস্য মোঃ হাসান আল কাদরী, শেখ এবাদুর রহমান, আবুল কাশেম খান, শেখ আখমল হোসেন, মোঃ মোস্তাকিম আহমদ, তানিম আহমেদ, আজমল হোসেন, বদরুল হাসান চৌধুরী, তপন সূত্রধর, কপিল দেব,সৈয়দ ফেরদৌস আলী, সৈয়দ শিমুল পারভেজ, সৈয়দ হাসান আলী, আহমেদ রুবেল, দেলোয়ার হোসেন সাগর, সৈয়দ নাইম হাসানসহ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।