প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে দুস্থদের জন্য খাদ্য (ভিজিএফ) কর্মসূচির আওতায় মৌলভীবাজারের পৌর এলাকায় দুস্থ অসহায় পরিবারকে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে শহরের পৌর জনমিলন কেন্দ্রে পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৪ হাজার ৬ শত ২১টি অসহায় পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়।
মৌলভীবজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার তিন আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকীবুর রহমান।
এসময় পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান বলেন প্রত্যেক অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই তার লক্ষ্য।