1. songbadmoulvibazar@gmail.com : admin :
শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:২৮ অপরাহ্ন

পৌরসভা নির্বাচনে বড়লেখায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন চলছে

সংবাদ মৌলভীবাজার ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

পৌরসভা নির্বাচনের প্রথম ধাপে মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভায় এই প্রথমবারে মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহন চলছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। শীতের কারণে সকালে ভোট গ্রহনের শুরুতে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বড়লেখা পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও নারী কাউন্সিলর মিলে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বড়লেখা পৌরসভায় মেয়র পদে লড়ছেন ৩ জন প্রার্থী।

আওয়ামীলীগ প্রার্থী বর্তমান মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী (নৌকা) সকালে ভোট প্রদান করেছেন বড়লেখা পি.সি সরকারি উচ্চ বিদ্যালয়ে। বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন) গাজী টেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন।
মৌলভীবাজার জেলা নির্বাচন কমিশনার আলমগীর হোসেন জানিয়েছেন, বড়লেখা পৌরসভায় ১০টি কেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা ৪৩টি। ভোটাররা এসব কেন্দ্রে তাদের ভোট প্রদান করবেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫ হাজার ৪৪৩ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও নারী ভোটার হচ্ছেন ৭ হাজার ৯২০ জন। ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে বিজিবি, র‍্যাব ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!