আড়াই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে গতকাল রোববার (৪ জুন) সন্ধ্যার দিকে কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির অনুমতি দেয়।
সোমবার (০৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে ঢুকতে শুরু করে। সন্ধ্যা ৭টা পর্যন্ত তিন ট্রাকে ৬৩ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে। আমদানির অনুমতি পাওয়ার পর এটি প্রথম চালান বলে জানালেন আমদানিকারকরা। অনুমতি না থাকায় গত ১৫ মার্চ থেকে আমদানি বন্ধ ছিল।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, ‘সোমবার হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দরের আমদানিকারকরা পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। এরই মধ্যে দেশে ঢুকতে শুরু করেছে । এসব পেঁয়াজ মঙ্গলবার থেকে বাজারে গেলে দাম ৩০ টাকার মধ্যে চলে আসবে।’
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আশা করা হচ্ছে দুই একদিনের মধ্যে পেঁয়াজের দাম কমে আসবে।