1. songbadmoulvibazar@gmail.com : admin :
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৩ অপরাহ্ন

ইয়াহ ইয়া চৌধুরীকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি

সংবাদ মৌলভীবাজার ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ৫ জুন, ২০২৩

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভেঙে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থীকে রেখে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায়, দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহ ইয়া চৌধুরীকে সাময়িকভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (৪ জুন) জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অপরাধে ইতঃপূর্বে ইয়াহ ইয়া চৌধুরীকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছিল। তার জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।’

আরও জানানো হয়, দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে জাপা মহাসচিব মো মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে দলীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি সাময়িকভাবে ইয়াহ ইয়া চৌধুরীর অব্যাহতির আদেশ অনুমোদন করেছেন। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

উল্লেখ্য, ইয়াহ ইয়া চৌধুরী গত ১২ মে রাত ৯টায় মহানগরীর ঝেরঝেরিপাড়ায় এক সভায় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে মঞ্চে বক্তব্য রাখেন এবং ‘নৌকা’র জন্য ভোট প্রার্থনা করেন৷

সংবাদ বিজ্ঞপ্তি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!