মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা পেলেন সেলাই মেশিন। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় জীবনমান উন্নয়নের জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় তাঁরা পেলেন এই সেলাই মেশিন আর এই জনগোষ্ঠীর স্কুল শিক্ষার্থীরা পেয়েছে বাইসাইকেল।
আজ বিকেলে বাংলাদেশ চা বোর্ডের পিডিইউ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে এসব উপকরন বিতরন করা হয়।
জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী কবিতা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী শায়লা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা ও শ্রীমঙ্গল উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ডা. খালেদা ইয়াসমিন অনি। আলোচনা সভাশেষে ক্ষুদ্র নৃ-তাওিক জনগোষ্ঠীর দশ জন নারী ও দশ জন স্কুল শিক্ষার্থীদের হাতে সেলাই মেশিন ও বাইসাইকেল তুলে দেন অতিথিবৃন্দ।