1. songbadmoulvibazar@gmail.com : admin :
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২২ অপরাহ্ন

তালেবানের বিরুদ্ধে অস্ত্র হাতে রাস্তায় আফগান নারীরা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে রাস্তায় নেমেছে নারীরা। দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে রাইফেল হাতে নিয়ে মিছিল করেছে কয়েকশ নারী। বুধবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

 

আফগানিস্তানের ঘুর প্রদেশে সবচেয়ে বড় বিক্ষোভ মিছিলটি হয়েছে। সেখানে শতাধিক নারী অস্ত্র উঁচিয়ে তালেবান বিরোধী স্লোগান দিয়েছে।
ঘুর প্রদেশের নারী অধিদপ্তরের পরিচালক হালিমা পারাস্তিশ বলেন, ‘কিছু নারী নিরাপত্তা বাহিনীকে উৎসাহ দিতে চায়, স্রেফ প্রতীক হিসেবে। তবে অনেকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত। এদের মধ্যে আমিও রয়েছে। আমি ও বেশ কয়েক জন নারী এক মাস আগে গভর্নরকে বলেছিলাম যে, আমরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত।’
সম্প্রতি আফগানিস্তানের একের পর এক অঞ্চল দখল করতে শুরু করেছে তালেবান। এগুলোর মধ্যে বাদাখশান প্রদেশের ১২টিরও বেশি জেলা রয়েছে। ২০ বছর আগে এই এলাকাগুলো তালেবানবিরোধী শক্ত ঘাঁটি ছিল। যেসব এলাকা তালেবানের দখলে এসেছে, সেসব স্থানে নারীর পোশাক, চলাফেরা ও শিক্ষার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একটি এলাকায় নারীদের বোরখা পরতে বাধ্য করার দাবি জানিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!