1. admin@songbadmoulvibazar.com : admin :
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৬:৫৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে কর্মহীন ১৩ হাজার পরিবার

সংবাদ মৌলভীবাজার ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

করোনার প্রথম ঢেউয়ের মতো দ্বিতীয় ঢেউয়েও ক্ষতিগ্রস্ত কর্মহীনরা,  লকডাউনে অস্থায়ী কর্মহীন, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, পরিবহন শ্রমিক এবং ভিক্ষুকসহ বিভিন্ন সম্প্রদায় ও পেশার মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। প্রথম পর্যায়ে জেলার ১৩ হাজার পরিবার পাবে প্রধানমন্ত্রীর এই উপহার।

 

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এই ত্রাণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।  এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান ও  জেলা প্রশাসনের কর্মকর্তারা।

 

 

এসময় সামাজিক দূরত্ব মেনে  ৫শত কর্মহীন ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল ও ৫শত টাকা সমমূল্যের ডাল, পেঁয়াজ, আলোসহ অন্যান্য খাদ্যসামগ্রী। প্রথম পর্যায়ে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় ১৩ হাজার দুঃস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে।  এছাড়াও  জেলার ৫টি পৌরসভার মেয়র ও ৬৭টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!