মৌলভীবাজারে লকডাউনের বিধি-নিষেধ অমান্য করে ঘর থেকে বের হওয়ায় এবং বিভিন্নস্থানে আইন অমান্য করায় ১৪৪ জনকে ৬৬ হাজার তিনশত টাকা জরিমানা ও ৩০ জনকে সাময়িক আটক করে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৯ জুলাই) মৌলভীবাজার জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের জরিমানা ও সাজা দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী
এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন, মোঃ আরিফুল ইসলাম,মৌসুমী আক্তার, আস্মা উল হুস্না, মোঃ রফিকুল ইসলাম, অর্ণব মালাকার সহ জেলা ও উপজেলার আর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তাদের জরিমানা ও সাজা দিয়েছেন।
তিনি আরও বলেন, লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি এবং করোনাকালীন বিধিনিষেধ অমান্য করায় এসব ব্যক্তিকে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ও ‘দন্ডবিধি এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়।
মৌলভীবাজার জেলায় করোনাভাইরাস সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে গণবিজ্ঞপ্তির নির্দেশনাসমূহ সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে কিনা তা তদারকি করতেই জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে জেলার সর্বত্র পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করছে সেনা বাহিনি, র্যাব এবং পুলিশ।
জেলা প্রশাসক বলছেন, গ্রেফতার, জরিমানা কিংবা জেল দেওয়া তাদের মূল উদ্দেশ্য নয়। করোনার বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই তারা কাজ করছেন। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে ।