করোনা ভাইরাসের মহামারীতে মৌলভীবাজারের রাজনগর ৬নং টেংরা ইউনিয়নে কর্মহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ( ১০ জুলাই) সকালে সুদর্শন স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের প্রথম পর্যায়ে ১ হাজার ৬শত কর্মহীন ও অসহায় পরিবারের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টিপু খান ও রাজনগর উপজেলার সহকারী পি আইও অফিসার সুমন আহমেদ।
খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো ১০ কেজি চাল ও ৫শত টাকা সমমূল্যের অন্যান্য খাদ্যসামগ্রী।
খাদ্য সামগ্রী বিতরনের সময় উপজেলা চেয়াম্যান শাহাজাহান খাঁন বলেন আমরা প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মতো স্বাস্থ্য-নীতি মেনে তিন ফিট দূরত্বে ত্রাণ গ্রহীতাদের হাতে সুশৃঙ্খলভাবে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিয়েছি , যারা পাননি তারা হতাশ হবেন না, পর্যায়ক্রমে সবার কাছেই প্রধানমন্ত্রীর উপহার পৌছে দেয়া হবে।