জামিন পেলেন ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার বেসরকারি টেলিভিশনের সাংবাদিক তানভীর হাসান তানু। হাসপাতালে করোনা রোগীর খাবারে অনিয়ম নিয়ে খবর প্রকাশ করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। রোববার তাকে জামিন দিয়েছেন আদালত।
ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে করোনা রোগীদের খাবারের জন্য, ৩শ’ টাকা বরাদ্দ থাকলেও; খরচ করা হতো ৭০ টাকা। গত ৫ জুলাই এই খবর প্রকাশ করেছিলেন তানভীর।
এতে তানভীরসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে, গত শুক্রবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল। যাতে পরদিন গ্রেপ্তার হন তানভীর হাসান তানু। আর রোববার দুপুরে পাঁচ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন আদালত।
হাসপাতালের তত্ত্বাবধাকের দাবি, শুধু একদিনের খাবারে অনিয়মের তথ্য দিয়ে ঢালাওভাবে ওই রিপোর্ট করা হয়েছিল। যদিও, ওই দিনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হয়।
শুধু সাংবাদিকতা করার কারণেই দাগী আসামির মতো হাতকড়া পরতে হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুকে সব ধরনের হয়রানি থেকে মুক্তি ও ন্যায়বিচার চেয়েছেন তানভীর হাসান তানুর পরিবার।