মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২০৩ জনের মৃত্যু হয়েছে। এতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৪২ জনে।
মঙ্গলবার (১৩ জুলাই) কোভিড-১৯ রোগ নিয়ে হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদবিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১২১৯৮ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন।
গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৬৪৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ২০৩ জনের ৬১ জনই ঢাকা বিভাগের। এছাড়া খুলনা বিভাগে ৫৩, চট্টগ্রাম বিভাগে ৩০, রাজশাহী বিভাগে ২৭, বরিশাল বিভাগে ৫, সিলেট বিভাগে ৫, রংপুর বিভাগে ১৫ এবং ময়মনসিংহ বিভাগে ৭ জনের মৃত্যু হয়েছে।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।