করোনা সংক্রমনরোধে স্বাস্থ্যবিধি মেনে চলি,সবাই মিলে করোনাকে প্রতিরোধ করি, করোনাকে না বলি জীবনকে হ্যাঁ বলি এই স্লোগানে, মৌলভীবাজারে এফবিসিসিআই কর্তৃক দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসুচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পক্ষ থেকে সাধারন মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী মাস্ক , সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
চেম্বারের ভাইস চেয়ারম্যানে এবং একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান এর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি জমসেদ আহমদ, মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ, মহিন দে, সাজ্জাদুর রহমান, এডভোকেট গৌছ উদ্দিন নিকসন, হামিদ আহমদ, তারেক আহমদ, সিতার আহমদ, আক্তার উদ্দিন ও আহমদ উদ্দিন আহমেদ ।