মৌলভীবাজারে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬টায়। মৌলভীবাজার শহরের নবনির্মীত দৃষ্টিনন্দন হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) পৌর ঈদগাহ ময়দানে এই জামাত অনুষ্ঠিত হবে। পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনাকালে ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি। ঈদগাহের পরিবর্তে সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) দরগা মসজিদসহ অন্যান্য মসজিদে জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে এবার স্বাস্থ্যবিধি মেনে সম্প্রসারিত ও নবনির্মীত পূরো ডালাই করা দৃষ্টিনন্ধন ঈদগাহ ময়দানে প্রধান জামাত সকাল সাড়ে ৬টায়, এরপড় সকাল সাড়ে ৭টা এবং সাড়ে ৮টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
এ জন্য পৌরসভার পক্ষ থেকে ঈদগাহ ময়দান ধুয়ে-মুছে পরিষ্কার করে সাজসজ্জার কাজ করা হচ্ছে।
তিনি আরও জানান, সকাল সাড়ে ৬টায় ঈদগাহের প্রথম জামাতে ইমামতি করবেন টাউন দেওয়ানী মসজিদের খতিব ও ইমাম মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন, সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হযরত সৈয়দ শাহ্ মোস্তফা দরগা জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা হাফেজ মির্জা শামিম আহমদ বেগ। সকাল সাড়ে ৭টায় ২য় জামাতে ইমামতি করবেন পশ্চিম বাজার জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুহিবুর রহমান, সকাল সাড়ে ৮টায় ৩য় জামাতে ইমামতি করবেন সুলতানপুর জামে মসজিদের খতিব মুফতি শামছুদোহা।
এসময় পৌর মেয়র বলেন ঈদের জামাত ধর্ম মন্ত্রণায়ের সিদ্ধান্ত অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে ঈদগাহ ও মসজিদে আয়োজন করা হয়েছে, নামাজের আগে ঈদগাহ জীবানুনাশক দিয়ে জীবাণুমুক্ত রাখার ব্যবস্থা নেয়া হয়েছে, তবে ঈদের জামাতে সবাইকে অবশ্যই মাস্ক পরে ও নিজস্ব জায়নামাজ নিয়ে আসতে হবে। কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে এক কাতার অন্তর দাঁড়াতে হবে। জামাত শেষে কোলাকুলি ও হাত মেলোনা পরিহার করতে হবে। ঈদগাহে জায়নামাজ ছাড়া কোন ব্যাগ, ভারী বস্তু বা অন্য কোন দ্রব্যাদি বহন করা যাবেনা।
এসব নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে পৌর ঈদগাহ ময়দানে ঈদের জামাতে সবাইকে অংশগ্রহন করার আহব্বান জানিয়েছেন পৌর মেয়র।