মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে ২৫০ শয্যা বিমিষ্ট সদর হাসপাতালের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এ সময়ে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।
পৌর মেয়র বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রতিদিন সেবা নিতে ভিড় করছেন রোগী ও তাদের আত্বীয় স্বজন, এমন পরিস্থিতিতে হাসপাতালের আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর জালাল আহমদ, সৈয়দ সেলিম হক, নাহিদ আহমদ পৌরসভার কর্মচারীবৃন্দ।