1. admin@songbadmoulvibazar.com : admin :
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:১১ অপরাহ্ন

কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

করোনা মহামারীতে মৌলভীবাজার জেলায় ক্ষতিগ্রস্ত গণপরিবহন শ্রমিক, মৎস্যজীবী, ঋষি সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ অগাস্ট) দুপুরে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিকভাবে কর্মহীন ৫শ জনের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

জেলা প্রশাসনের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মোঃ মেহেদী হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিনসহ মৌলভীবাজার জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লকডাউনে জেলার সহস্রাধিক কর্মহীন অসহায়দের মাঝে ক্রমান্বয়ে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। আজ কর্মহীন পাঁচশত জনের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেককে দেয়া হয় ১০ কেজি চাল ও ৫০০ টাকা সমমূল্যের ডাল, পেঁয়াজ, আলুসহ অন্যান্য খাদ্যসামগ্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!