1. admin@songbadmoulvibazar.com : admin :
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৫:৫৯ পূর্বাহ্ন

মৌলভীবাজার ৮৯ ব্যাচ ছাএরা অর্থ দিল করোনা ইউনিটকে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল করোনা ইউনিটকে অর্থ সহায়তা দিয়েছে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮৯ ব্যাচ ছাত্ররা।

মঙ্গলবার (৩ অগাস্ট) সকালে সিভিল সার্জনের কার্যালয়ে অনুদান হিসেবে করোনা ইউনিটকে এক লক্ষ টাকার চেক সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের কাছে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ বিনেন্দু ভৌমিক ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফয়সল জামান, আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮৯ ব্যাচ ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মোঃ হাসান আহমেদ জাবেদ, মোঃ আবুল কালাম আজাদ, দেওয়ান মুনাকিব চৌধুরী ও শাহ্ ফখরুল ইসলাম আলোক।

চেক হস্তান্তরের সময় সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থীরা বলেন , করোনার এই দু:সময়ে আমাদের সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে,সবাই মিলে কাজ করতে হবে। সমাজের একজন নাগরিক হিসেবে আমাদের সভার উচিত যার যার জায়গা থেকে এগিয়ে আসা, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া্

মানবিক বা সামাজিক দূরত্ব নয় বরং শারীরিক দূরত্ব বজায় রেখে আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকলে অবশ্যই এই পরিস্থিতি থেকে আমরা বের হতে পাড়ব, এই উদ্দেশ্যেই আমরা করোনা ইউনিটকে আর্থিক সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!