করোনা রোগীদের সহায়তায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮৯ ব্যাচ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ অগাস্ট) কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহম্মদ মাহবুবুল আলম ভুঁইয়ার হাতে অক্সিজিন সিলিন্ডারগুলো তুলে দেন ৮৯ ব্যাচ এর শিক্ষার্থীবৃন্দরা। অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান ডা. মুহম্মদ মাহবুবুল আলম ভুঁইয়া।
অক্সিজেন সিলিন্ডার প্রদানকালে ৮৯ ব্যাচ শিক্ষার্থীদের মধ্যে মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মোঃ হাসান আহমেদ জাবেদ, মোঃ আবুল কালাম আজাদ, দেওয়ান মুনাকিব চৌধুরী, শাহ্ ফখরুল ইসলাম আলোক, সানাউল ইসলাম সুয়েজ, জায়েদ আহমদ কোরেশী ও দেওয়ান আজিজুল হাসান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনার এই দু:সময়ে আক্রান্ত রোগীদের জরুরি স্বাস্থ্যসেবায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থীরা তাদের বন্ধুদের নিয়ে একটি ফান্ড গঠন করে প্রথম ধাপে মৌলভীবাজার সদর হাসপাতালে করোনা ইউনিটকে এক লক্ষ টাকার চেক প্রদান করেছে, দ্বিতীয় ধাপে আজ তারা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৬টি অক্সিজেন সিলিন্ডার দিলো।