মৌলভীবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগ এর সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রোভার স্কাউট সদস্যদের মধ্যে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মোঃ মেহেদী হাসান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, এনডিসি, মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, মৌসুমী আক্তার, আস্মা উল হুস্না, মো. তানভীর হোসেন, অর্ণব মালাকার, শামীমা আফরোজ মারলিজ, সৈয়দ সাফকাত আলী, মোঃ বেলায়েত হোসেন ও ফয়সাল মাহমুদ ফুয়াদ।
চারা বিতরণ শেষে জেলা প্রশাসক ও র্যাব-৯ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল জেলা প্রশাসক প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন।