মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ স্যাম্পল কালেকশন কর্নারের শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) সকালে রাজনগর এর স্যাম্পল কর্নার উদ্বোধন করেন মৌলভীবাজার তিন আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল, মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিলন বখত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশ ও সূধীজন।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল কালেকশন কর্নার চালু হওয়ায় এখন থেকে রাজনগর উপজেলার জনসাধারনকে করোনা পরীক্ষার নমুনা দিতে আর জেলা সদর হাসপাতালে আসতে হবে না, এখানেই তারা করোনা পরীক্ষার নমুনা দিতে পারবেন।