মৌলভীবাজার জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে বর্তমান করোনা পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আলী আহসান ।
কনফারেন্সে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো: নাছের রিকাবদার, র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার বাসুদেব চাকমা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, পাবলিক প্রসিকিউটর,
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, সিভিল সার্জনের প্রতিনিধি সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, বিভাগীয় বন কর্মকর্তা, জেল সুপারের প্রতিনিধি জেলার, প্রবেশন কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, জেলা প্রকল্প কর্মকর্তা (ওজঝঙচ), কোর্ট ইন্সপেক্টর, সিআইডি ইন্সপেক্টর, পিবিআই ইন্সপেক্টর, ট্র্যাফিক ইন্সপেক্টর এবং জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জগণ।