1. songbadmoulvibazar@gmail.com : admin :
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন

নবাব বাড়িতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত

কুলাউড়া প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা নবাব বাড়িতে পবিত্র আশুরা পালিত হয়েছে। এখানে ডাক ঢোল বাজিয়ে ছুরি মাতমের মাধ্যমে কারবালা প্রান্তরে না গিয়ে নবাব বাড়ির আঙ্গিনায় বিভিন্ন অনুষ্ঠানাদির মাধ্যমে দশ দিনের আশুরার সমাপ্তি হয়। তবে লোকসমাগম ছিল চোখে পড়ার মত।

শুক্রবার (২০ আগষ্ট) কুলাউড়া উপজেলার পৃথিমপাশা নবাব বাড়ি থেকে ১০ মহরম বিকেল সাড়ে ৪টায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয়ে বাড়ির পাশে একটি ময়দানে গিয়ে, সেখান থেকে ইমামবাড়ায় এসে ছুরি মাতমের মাধ্যমে শেষ হয়।

সাড়ে তিনশত বছরের পূরনো ঐতিহ্যকে ধরে রেখে পৃথিমপাশার নবাব পরিবার মোতাওয়াল্লি সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান এর নেতৃত্বে এলাকার শিয়া সম্প্রদায়ের শতাধিক লোক সহ ছুন্নী সম্প্রদায়ের লোকদেরও আশুরায় ছুরি মাতম করতে দেখা যায়।

করোনা ভাইরাসের মধ্যে বিধি নিষেধ উপেক্ষা করে হাজার হাজার লোক সমাগম ঘটে। বাড়ির আঙ্গিনায় অন্যান্য বছর দোকানপাঠ বসলেও এবছর বাহিরে কিছু দোকান বসে। শিয়া সম্প্রদায় ঘটা করে আশুরা পালন করলেও নিরাপত্তার জন্য এ বছর হাতি মিছিল হয়নি।

এছাড়াও একই উপজেলার টিলাগাঁও সাহেব বাড়িতেও ছুরি মাতমসহ নানা অনুষ্ঠানাদি শান্তিপূর্ণভাবে পালন হয়েছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!