1. songbadmoulvibazar@gmail.com : admin :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৬ অপরাহ্ন

স্বাস্থ্যবিধি মেনে খুলেছে পর্যটন-বিনোদনকেন্দ্র

সংবাদ মৌলভীবাজার ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

করোনার বিপর্যয়ের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে জেলার সবপর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র। তবে, ধারণক্ষমতার চেয়ে অর্ধেক দর্শনার্থী নিয়ে পরিচালিত হবে এসব কেন্দ্রগুলো।

যান্ত্রিক জীবনের একটু ক্লান্তি দূর করতে বিনোদনের খোঁজে মানুষ ছুটে আসেন পাহাড় ও হ্রদঘেরা মনোরম প্রাকৃতিক লীলাভূমি মৌলভীবাজারে। করোনার কারণে টানা সাড়ে চারমাস বন্ধ থাকার পর আবার উন্মুক্ত হয়েছে মৌলভীবাজারের সকল পর্যটন কেন্দ্র। সরকারি নির্দেশনা অনুযায়ি বৃহস্প্রতিবার (১৯ অগাস্ট) জেলার সব পর্যটন কেন্দ্র খুলে দিয়েছে জেলা প্রশাসন।

 

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত পহেলা এপ্রিল থেকে মৌলভীবাজারের সকল পর্যটন কেন্দ্র বন্ধ রাখার গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন, গণবিজ্ঞপ্তি জারির পরপরই এ জেলার সকল পর্যটনকেন্দ্র, হোটেল-মোটেল ও গেস্ট হাউস বন্ধ ছিলো।

সার্বিক প্রস্তুতি নিয়ে শুক্রবার (২০ আগষ্ট) দুপুর থেকে খোলেছে এ জেলার সব পর্যটনকেন্দ্র, হোটেল-মোটেল ও রেস্তোরাঁ। তবে মাস্ক পরিধান ছাড়া পর্যটনকেন্দ্রে প্রবেশ করা যাবে না, স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ করতে পারবে এবং কমিউনিটি সেন্টারে আসন সংখ্যার ৫০ ভাগের বেশি ব্যবহার করা যাবে না এমন সরকারি নির্দেশনা রয়েছে।

 

টানা দীর্ঘদিন পর্যটকশূন্য থাকায় মারাত্মক মন্দা দেখা দেয় পর্যটন ব্যবসায়। ব্যবসায়ীদের ধারণা, এখন পর্যটনকেন্দ্র খুলে দেওয়ায় দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন তারা।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সংবাদ মৌলভীবাজারকে বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্যবিধি মেনেই এ জেলার পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। পর্যটকরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ঘুরতে যাবেন। এটা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পর্যটনকেন্দ্রের কর্তৃপক্ষকে বলা হয়েছে।

 

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!