মৌলভীবাজারে সিএনজি চালক মোঃ হোসেন মিয়াকে নৃশংসভাবে হত্যা ও গাড়ী চুরির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার (৩১ অগাস্ট) দুপুরে মৌলভীবাজার পৌর সভার সম্মুখ সড়কে ঘন্টা ব্যাপী চলে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা ।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: পাবেল আহমদ ,সাধারন সম্পাদক সেলিম আহমদ, নিহত সিএনজি চালক হোসেন মিয়ার মা সহ অন্যরা। তবে হঠাৎই সেখানে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুলিশের সাথে পরিবহন শ্রমিকদের শুরু হয় ধস্তাধস্তি। এসময় সড়কে যানজটের সৃষ্টি হয়।
পরে ঘটনাস্থলে পৌঁছে পৌর মেয়র মো ফজলুর রহমান পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এ সময় পৌর মেয়র সিএনজি চালক হোসেন মিয়াকে নৃশংসভাবে হত্যার ঘটনার সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। মেয়রের আশ্বাসে পরিবহন শ্রমিকরা প্রতিবাদ সভা কর্মসূচি স্থগিত করে সড়ক ত্যাগ করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা জানান প্রতিবাদ সভা চালাকালে হঠাৎ করেই সেখানে কিছু পরিবহন শ্রমিক উত্তেজিত হয়ে উঠে, শ্রমিকরা দাবী করে তাদের সাথে খারাপ আচরন ও গালিগালাজ করেছেন সেখানে দায়িত্বরত টিআই। তবে ঠিক কি কারনে এ ঘটনাটি ঘটেছে তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।
উলেখ্য গত ২৪ আগস্ট হোসেন মিয়াকে হত্যা করে একটি ছিনতাইকারী দল তার সিএনজি অটো রিক্সা ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনার ৩দিন পর সদর উপজেলার বাউরঘড়িয়া এলাকার সুলতান দিঘী থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে পরিবহন শ্রমিকরা।