মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। দুদিন পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।
রোববার ও সোমবার (২৯-৩০ অগাস্ট) মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে দুপুর তিনটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মেনে অযথা বাহিরে অবস্থান করা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা মানাতে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এবং মোঃ রফিকুল ইসলাম।
এ সময় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮টি মামলা এবং ৬ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে জেলা পুলিশ, মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।