1. songbadmoulvibazar@gmail.com : admin :
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:৫১ অপরাহ্ন

শসরীরে দুই বছর পর মন্ত্রিসভার বৈঠক করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২

দেশে করোনা মহামারি চলার সময় সরকারি অফিস আদালত অনলাইনে কার্যক্রম চালালেও এখন তা সশরীরে চলছে। সোমবার (২৮ মার্চ) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দীর্ঘ দুই বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শসরীরে অংশ নিয়ে সভাপতিত্ব করেন। বৈঠকে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীসহ মন্ত্রিসভার অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এরপর তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে করোনায় আক্রান্ত প্রথম রোগীর খবর পাওয়া যায় ২০২০ সালের  ৮ মার্চ। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এরপর দেশে করোনার প্রকোপ বাড়তে থাকায় দেশে বিধিনিষেধ আরোপ করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানসহ অফিস আদালত বন্ধ করা হয়। সরকারের তৎপরতায় দেশে ব্যাপকভাবে চালানো হয় ভ্যাকসিন কার্যক্রম। ফলে দেশে বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে।

এদিকে রোববার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের খবরে বলা হয়  ২৪ ঘণ্টায় দেশে  কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। এর আগে গত শনিবার (২৬ মার্চ), শুক্রবার (২৫ মার্চ) ও বৃহস্পতিবার (২৪ মার্চ) দেশে করোনায় কেউ মারা যাননি।

ফলে টানা চার দিন করোনায় মৃত্যুশূন্য দেখল বাংলাদেশ। দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৮ জন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ সংবাদ মৌলভীবাজার
Theme Customized BY Songbad Moulvibazar
error: Content is protected !!